ফাইনাল হবে উপভোগ্য

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলে বাংলাদেশ দলের সঙ্গে দেশে ফিরে আসা সৌম্য সরকার কাল ফাইনাল নিয়ে কথা বলেন-
প্রশ্ন : বিশ্বকাপের ফাইনাল কাল। আপনি নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছেন। অস্ট্রেলিয়া সম্পর্কেও ধারণা রয়েছে আপনার। রোববারের ফাইনালে আপনি কাকে এগিয়ে রাখছেন?
সৌম্য : অস্ট্রেলিয়া সুবিধা পাবে। তবে লড়াই হবে হাড্ডাহাড্ডি। নিউজিল্যান্ড জিতলে খুশি হব।
প্রশ্ন : কে ব্যবধান গড়ে দিতে পারে বলে আপনি মনে করেন?
সৌম্য : অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে অনেক ভালো। বোলিংয়েও এগিয়ে।
প্রশ্ন : নিউজিল্যান্ডের সাউদি ও বোল্টকে কেমন দেখলেন?
সৌম্য : নিঃসন্দেহে তারা ভালো। ফাইনালেও তারা ভালো করবেন আশা করি।
প্রশ্ন : মেলবোর্নের অভিজ্ঞতা সম্পর্কে বলুন। সেখানে আপনি খেলেছেন।
সৌম্য : মেলবোর্ন অনেক বড় মাঠ। প্রায় ৯০ হাজার দর্শক হয়। ফাইনাল উপভোগ্য হবে।
প্রশ্ন : অস্ট্রেলিয়ার স্টার্ক ও জনসন ব্যবধান গড়ে দিতে পারবেন?
সৌম্য : স্টার্ক ভালো করলেও জনসন এবার খুব একটা ভালো করেননি। তবে জনসন জ্বলে উঠলে অস্ট্রেলিয়া ভালো ফল পেতেও পারে।
প্রশ্ন : অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কনডিশনে কতটা পার্থক্য?
সৌম্য : পার্থক্য তেমন নেই। উইকেট ও আবহাওয়া প্রায় একই। তবে নিউজিল্যান্ডের উইকেটে বল মুভ করে অস্ট্রেলিয়ায় ততটা না।
প্রশ্ন : অস্ট্রেলিয়ার ওয়ার্নার এবং ম্যাক্সওয়েল নিউজিল্যান্ডের জন্য কতটা হুমকি হতে পারেন বলে মনে করেন আপনি?
সৌম্য : দু’জনই বিপজ্জনক খেলোয়াড়। তাদের মোকাবেলা করা কঠিন।
প্রশ্ন : অস্ট্রেলিয়াকে রুখতে হলে নিউজিল্যান্ডকে কী করতে হবে?
সৌম্য : ভালো বল সবসময়ই ভালো। নিউজিল্যান্ড যদি তাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারে, তাহলে ফলাফল তাদের অনুকূলে যাবে।
প্রশ্ন : নিউজিল্যান্ডের ম্যাককালামের ভূমিকা কেমন হতে পারে?
সৌম্য : নিউজিল্যান্ড অবশ্যই শক্তিশালী দল। আর ম্যাককালাম তো খুবই শক্তিশালী একজন খেলোয়াড়। তিনি ভালো খেলবেন।
প্রশ্ন : নিউজিল্যান্ডের সব মাঠ ছোট। মেলবোর্ন বিশ্বের অন্যতম বড় মাঠ। এতে নিউজিল্যান্ড কি সমস্যায় পড়তে পারে?
সৌম্য : মেলবোর্ন বড় মাঠ বটে। খেলাও হবে উপভোগ্য। কিন্তু নিউজিল্যান্ডের মাঠ ছোট বলে তারা তেমন কোনো সমস্যায় পড়বে বলে মনে হয় না। মাঠ কোনো ফ্যাক্টর নয়।

No comments

Powered by Blogger.