হিথ্রোতে আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ নেতাদের হাতাহাতি

হিথ্রো বিমানবন্দরে বাংলাদেশ  থেকে আসা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের  নেতাদের বরণ করতে গিয়ে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাদের হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় বিমানবন্দরের কার পার্কিং এলাকায় বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয় এবং লাঞ্ছিত হন দুইজন। আগামী ২৯শে মার্চ রোববার কর্মিসভা ও সকল শাখা কমিটির অভিষেক উপলক্ষে বাংলাদেশ থেকে গতকাল রাত ৯টার এক ফ্লাইটে লন্ডনে আসেন স্বেচ্ছাসেবক লীগ  কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওসার ও দপ্তর সম্পাদক সালেহ আহমদ টুটুল। কেন্দ্রীয় নেতাদের নিজেদের গাড়িতে জোর করে তোলা নিয়ে ঘটনার সূত্রপাত বলে জানিয়েছেন উপস্থিত নেতাকর্মীগণ। একই ফ্লাইটে বাংলাদেশ থেকে আসা এক যাত্রী বলেন- এমন ঘটনায় আমি সত্যিই মর্মাহত, বিলেতে বাংলাদেশী রাজনীতির এমন চর্চা সবসময় আমাদের মাথা হেট করছে। যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ সম্পাদক হাবিবুর রহমান এবং শিল্প ও বাণিজ্য সম্পাদক আ স ম মিসবাহ কেন্দ্রীয়  নেতাদের তাদের গাড়িতে জোর করে তুলতে  গেলে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির সূত্রপাত ঘটে। পরে বিমানবন্দরে কর্মরত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।  এ বিষয়ে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেন- ঘটনা সম্পর্কে আমি এখনও বিস্তারিত অবগত নই। তবে এ ধরনের ঘটনা যদি ঘটে থাকে তবে তা অনাকাঙ্ক্ষিত ও লজ্জাজনক।

No comments

Powered by Blogger.