সময়মতো আন্দোলন -ঈদের শুভেচ্ছায় খালেদা জিয়া

সময়মতো সরকার বিরোধী আন্দোলনের ডাক দিবেন বলে উল্লেখ করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, দিনক্ষণ দিয়ে আন্দোলন হয় না। তাই আর দিনক্ষণ দিয়ে নয়, এবার সময় মতোই আন্দোলনের ডাক দেয়া হবে।  বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশকে এবং নিজেকে বাঁচাতে হবে। এই অত্যাচারীদের থেকে দেশকে বাঁচানোই এখন কর্তব্য। সবাই ঐক্যবদ্ধ হলে আমরা বিজয়ী হব। দেশের মানুষের বিজয় হবে। দেশে সুদিন আসবে। খালেদা বলেন, গুম-খুন থেকে মানুষ বাঁচতে চায়। র্যাব-পুলিশের অত্যাচার এখনো বন্ধ হয়নি। র্যাব-পুলিশ যদি টাকার বিনিময়ে খুন করে, আসামি ছেড়ে দেয় তাহলে দেশের কী হবে? মানুষ কোথায় যাবে।

আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে বিএনপির চেয়ারপারসন বলেন, দেশকে ধ্বংস করার জন্য কি এরা বসেছে? এদের হাতে দেশ নিরাপদ নয়। সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে খালেদা বলেন, সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশেবাসীকে বাঁচাই। আমরা ঐক্যবদ্ধ হই। এদের দিয়ে দেশ চলতে পারে না। চলবে না। এরা লুটেরা, খুনী, অত্যাচারী। এদের থেকে ভালো কিছু আশা করা যায় না।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারেক রহমানের ব্যাপারে তিনি বলেন, সে এখনো চলতে পারে না, অসুবিধা হয়। আমার সঙ্গে যারা (মক্কায়) গিয়েছিলেন তারাও দেখেছেন ওর অবস্থা কী? (তারেক) কবে আসবে বলা মুশকিল। চিকিৎসা শেষ না হলে আসতে পারবে না। চিকিৎসক ছাড়বে না। ওকে সার্বক্ষণিক চিকিৎসকের পরামর্শে থাকতে হচ্ছে।

No comments

Powered by Blogger.