লতিফ সিদ্দিকীকে এখনই দেশে না ফেরার পরামর্শ

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে এখনই দেশে না ফেরার পরামর্শ দেয়া হয়েছে। দলের একাধিক নেতা বিভিন্ন মাধ্যমে নিউইয়র্কে অবস্থানরত মন্ত্রীকে এ পরামর্শ দিয়েছেন। সরকারের শীর্ষ মহলও এমন চিন্তাভাবনা করছে বলে জানা গেছে। পবিত্র হজ ও তাবলিগ জামাত, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাংবাদিকদের সম্পর্কে কটূক্তি করে এখন দেশে-বিদেশে চরম সমালোচিত এই মন্ত্রী। মঙ্গলবার লন্ডন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের এই প্রেসিডিয়াম সদস্যকে মন্ত্রিসভা থেকে অপসারণের সিদ্ধান্ত জানিয়েছেন বলে জানা গেছে। আওয়ামী লীগ নেতারা আশঙ্কা করছেন, লতিফ সিদ্দিকী দেশে ফিরলে তার শাস্তির দাবিতে ইসলামী দলগুলো আন্দোলনের কর্মসূচি ঘোষণা করলে পরিস্থিতির অবনতি হতে পারে।

আওয়ামী লীগের একাধিক নেতা নাম প্রকাশ না করে জানিয়েছেন, তারা চান না নতুন করে শাহবাগ ইস্যুতে দেশে অস্থিরতা তৈরি হোক। তাই এই মুহূর্তে আবদুল লতিফ সিদ্দিকীকে দেশে না ফেরার পরামর্শ দেয়া হয়েছে। আÍীয়-স্বজন এবং দলের নেতাকর্মীদের মাধ্যমে এ পরামর্শ দেয়া হয়েছে বলে তারা জানান। টাঙ্গাইল-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য ও টেলিযোগাযোগমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী ২১ সেপ্টেম্বর ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্র যান। তার সঙ্গে রয়েছেন স্ত্রী লায়লা সিদ্দিকী ও তার ছেলে। রোববার নিউইয়র্কে টাঙ্গাইল সমিতির সংবর্ধনা সভায় লাগামহীন বক্তৃতা দিয়েই তিনি ডালাস চলে যান। সেখানে স্ত্রীকে রেখে নিউইয়র্কে ফিরে আজ তার ঢাকার উদ্দেশে রওনা দেয়ার কথা রয়েছে।

No comments

Powered by Blogger.