ড্রোন পাঠানোর আরো জবাব পাবে ইসরাইল: ইরানি কমান্ডার

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ জাযায়েরি বলেছেন, ইরানের আকাশসীমায় ড্রোন পাঠানোর জন্য আরো জবাব পাবে ইহুদিবাদী ইসরাইল। তিনি বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডেই ইসরাইল এর জবাব পাবে।

ইরানের এ কমান্ডার বলেন, “ড্রোন ধ্বংস করে দেয়ায় আমাদের শেষ পদক্ষেপ নয় বরং আমরা শত্রুকে অধিকৃত ভূখণ্ডে জবাব দেব।”

জেনারেল জাযায়েরি বলেন, ইরানের আকাশসীমা পুরোপুরি দেশের সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং ইরানের আকাশসীমায় বিদেশি শক্তির যেকোনো কার্যক্রমের বিষয়ে অত্যন্ত তীক্ষ্ণভাবে নজর রাখা হচ্ছে। 

জেনারেল জাযায়েরি জানান, ইসরাইলের ওই ড্রোন সাবেক সোভিয়েত ইউনিয়নের একটি দেশ থেকে ওড়ানো হয়েছে যার অবস্থান ইরানের উত্তরে।

গত রোববার ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ইসরাইলের ড্রোনটি ক্ষেপণাস্ত্রের সাহায্যে ভূপাতিত করার কথা জানায়। ড্রোনটি ইরানের নাতাঞ্জ পরমাণু কেন্দ্রের দিকে যাচ্ছিল।

No comments

Powered by Blogger.