রক্ত দিয়ে সৌরশক্তি

অব্যবহৃত রক্তের উপাদান থেকে সৌরকোষ তৈরি করলেন বাঙালি বিজ্ঞানী সমীর কুমার পাল। এই সৌরকোষ কাজে লাগিয়েই এবার তৈরি করা যাবে বিদ্যুৎ। কলকাতার এসএন বোস ন্যাশনাল সেন্টারের বাঙালি বিজ্ঞানী ও তার ছাত্রদের এ আবিষ্কার সাড়া ফেলেছে বিদেশেও। তার আবিষ্কৃত সোলার সেল দিয়ে তৈরি জিনিসের দামও কম হবে বলে দাবি করেন তিনি। তবে হিমোগ্গ্নোবিন দিয়ে সোলার সেল_ শুনলে একটু চমকে উঠতে হয়। রক্ত দিয়ে কীভাবে তৈরি হবে সৌরশক্তি। অসম্ভব এ কাজকেই সত্যি করেছেন বাঙালি বিজ্ঞানী সমীর কুমার পাল। কিন্তু কীভাবে সম্ভব হলো এই আবিষ্কার? রক্তের অতি পরিচিত উপাদান হিমোগ্গ্নোবিন। হিমোগ্গ্নোবিনে থাকে হেমাটোপর ফাইলিং। হিমোগ্গ্নোবিনের এই উপাদান সৌরশক্তি শোষণ করতে পারে। হেমাটোপরফাইলিং দিয়েই তৈরি হয়েছে সৌরকোষ। বাজারে যেসব সোলার সিস্টেম দেখতে পাওয়া যায়, তা তৈরি হয় সিলিকন দিয়ে। কিন্তু বাঙালি বিজ্ঞানীর নতুন এই আবিষ্কারে সিলিকনের পরিবর্তে ব্যবহার করা যাবে অব্যবহৃত হিমোগ্গ্নোবিনের এই উপাদান। সিলিকন থেকে শতগুণ বেশি সৌরশক্তি শোষণ করতে পারবে হেমাটোপরফাইলিং। পশুদের রক্তের হিমোগ্গ্নোবিন থেকেও সৌরকোষ তৈরি করা সম্ভব বলে জানিয়েছেন এই বিজ্ঞানী।

No comments

Powered by Blogger.