পুলিশি বাধায় মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত

পুলিশি বাধার কারণে মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচন শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। শনিবার এ নির্বাচনের ভোটগ্রহণ করার কথা ছিল। কিন্তু ভোট শুরুর কিছুক্ষণ আগে পুলিশ এ নির্বাচনকে অবৈধ ঘোষণা করে। মালদ্বীপের স্বাধীন নির্বাচন কমিশন শনিবার সকালে এক বিবৃতিতে বলেছে, আমরা ভোটের সব প্রস্তুতি চূড়ান্ত করে ফেলেছিলাম, কিন্তু পুলিশ নির্দেশ দিয়েছে, নির্বাচন সংক্রান্ত কোনো কাগজপত্র কমিশনের দফতর থেকে বের করা যাবে না। নির্বাচনের পরবর্তী তারিখ শিগগিরই ঘোষণা করা হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে। এর আগের খবরে বলা হয়েছিল, দু’জন প্রার্থীর পক্ষ থেকে ভোটগ্রহণ পিছিয়ে দেয়ার চেষ্টা সত্ত্বেও শনিবার নির্ধারিত সময় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের প্রধান ফুয়াদ তৌফিক শনিবার সকালে জানিয়েছিলেন,
সুপ্রিমকোর্টের পক্ষ থেকে ঘোষিত দিক-নির্দেশনা অনুযায়ী তারা নির্বাচন করবেন। মালদ্বীপে ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচন গত সপ্তাহে বাতিল করে দেয় দেশটির সুপ্রিমকোর্ট। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ওই নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু বলে ঘোষণা করলেও সর্বোচ্চ আদালত দাবি করে, নির্বাচনে কারচুপি হয়েছে। সুপ্রিমকোর্ট নতুন করে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দেয় এবং সে নির্দেশ অনুযায়ী নির্বাচন কমিশন ১৯ অক্টোবরকে নতুন ভোটগ্রহণের তারিখ হিসেবে ঘোষণা করে। ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মাদ নাশিদ সবচেয়ে বেশি ভোট পেয়েছিলেন। তিন প্রার্থীর মধ্যে একমাত্র নাশিদ বর্তমান ভোটার তালিকা অনুমোদন করেছিলেন। সুপ্রিমকোর্টের নির্দেশ অনুযায়ী, সব প্রার্থীকে ভোটার তালিকা অনুমোদন করতে হবে। নাশিদ ছাড়া বাকি দুই প্রার্থী বর্তমান ভোটার তালিকা মেনে নেননি। তারা ভোটার তালিকা ঠিক করার পর নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে আদালতের শরণাপন্ন হয়েছিলেন। বিশেষ মহলের ধারণা পুলিশ ওই দুই প্রার্থীর কথা বিবেচনা করেই নির্বাচন স্থগিত করে দিল। এএফপি,বিবিসি।

No comments

Powered by Blogger.