জন্মদিন অনুষ্ঠানের আড়ালে

নামেই কেবল জন্মদিনের অনুষ্ঠান। আড়ালে চলে অসামাজিক সব কার্যকলাপ। মদ্যপান, উচ্ছৃঙ্খল নৃত্য থেকে শুরু করে চলে দেহ-ব্যবসা পর্যন্ত। এমন বেশ কয়েকটি জন্মদিন অনুষ্ঠান আয়োজনের স্থান চিহ্নিত করেছে ভারতের মুম্বাই পুলিশ।
এনডিটিভির খবরে বলা হয়েছে, জন্মদিন অনুষ্ঠানের আড়ালে উচ্ছৃঙ্খল নৃত্য মাসালা কারি রেস্টুরেন্টে আয়োজিত ‘ভুয়া’ জন্মদিন অনুষ্ঠানে অভিযান চালিয়ে চার পুরুষ ও ১১ নারীকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। এরপর খোঁজ মেলে এমনও আরও কিছু জায়গার।পুলিশ সূত্র জানায়, জন্মদিনের অনুষ্ঠানের মতো করে অনুষ্ঠানটি সাজানো হয়েছিল। কিন্তু রেস্তোরাঁর মালিকের অনুমতি নিয়ে সেখানে দেহ-ব্যবসার ব্যবস্থা করেন আয়োজক তোলানি। নিজের মোবাইল ফোন থেকে তোলানি তাঁর নারী বন্ধুদের কাছে বার্তা পাঠান, ‘অতিরিক্ত অর্থ আয় করতে চাইলে আমার পার্টিতে চলে আস…।’এরপর নারী-পুরুষদের আমন্ত্রণ জানানো হয়। পুরুষ খদ্দেরদের অনুষ্ঠানে যোগ দিতে খরচ করতে হয় তিন হাজার রুপি। নারীদের জন্য অনুষ্ঠানটি অবশ্য ‘ফ্রি’!পুলিশ জানায়, অতিরিক্ত অর্থ আয় ও অমিতব্যয়ী জীবনযাপনের লোভে অনেক নারীই আয়োজকদের আমন্ত্রণে সাড়া দেন। এই নারীদের মধ্যে অনেকে গৃহিণী। কলেজছাত্রী, মডেল ও অভিনেত্রীরাও এখানে আসেন।সাজানো জন্মদিন অনুষ্ঠানের বিবরণ দিয়ে পুলিশ জানায়, প্রথমে ‘আমন্ত্রিত অতিথি’দের একে অপরের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। এরপর মদ পরিবেশন করা হয়। মদপান শেষে পুরুষ অতিথি তার নারী-সঙ্গী খুঁজে নেয়। এ জন্য চলে অর্থ নিয়ে দর কষাকষি। ‘অর্থনৈতিক’ ব্যাপারে নারী-পুরুষ একমত হলে একসঙ্গে অনুষ্ঠান ত্যাগ করে ওই জুটি।

No comments

Powered by Blogger.