ফিরে দেখাঃ জেমস হেনরি লি হান্ট by ইমরান রহমান

৭৮৪ সালের ১৯ অক্টোবর জন্মগ্রহণ করেন বিশিষ্ট ইংরেজ প্রাবন্ব্দিক, কবি সমালোচক জেমস হেনরি লি হান্ট। তার জন্মস্থান লন্ডনের সাউথগেট। তার বাবা ছিলেন একজন আইনজীবী। হান্টের পড়াশোনা হয় ক্সাইসল্টস হসপিটালে। পরবর্তী সময়ে ক্সাইসল্ট হসপিটালের বর্তমান আবাসিক ভবনগুলোর একটির নামকরণ হয়েছে হান্টের নামে।

১৮০৮ সালে তিনি করণিকের চাকরি ছেড়ে দিয়ে ভাই জনের প্রতিষ্ঠিত পত্রিকা এক্সামিনার সম্পাদনার দায়িত্ব নেন। ১৮১০-১৮১১ সাল পর্যন্ত তিনি ম্যাগাজিন দি রিফ্লেক্টর সম্পাদনা করেন। ১৮১৬ সালে ‘সেল্টারি অব রিমিনি’ নামক প্রবন্ব্দ প্রকাশের মধ্য দিয়ে ইংরেজি সাহিত্যে তার যাত্রা শুরু। কবি শেলি এবং কিটসের সঙ্গে হান্টের সুসস্পর্ক ছিল। ১৮১৮ সালে শেলি যখন ইতালি চলে যান তখন হান্ট প্রতিকূল অবস্থার মধ্যে পড়ে যান। এসময় দারিদ্র্যের সঙ্গে ভগ্ন স্বাস্থ্য তার জন্য কাল হয়ে দাঁড়ায়। শেলির মৃত্যুর পর হান্ট অনেকাংশে বায়রনের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। ১৮৫৯ সালের ২৮ আগসল্ট তিনি পুটনিতে পরলোকগমন করেন।

No comments

Powered by Blogger.