তিব্বত নিয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের বিরুদ্ধে চীনের হুঁশিয়ারি

তিব্বতের ব্যাপারে যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের হস্তক্ষেপের বিরুদ্ধে গতকাল বুধবার হুঁশিয়ারি উচ্চারণ করেছে চীন। যুক্তরাষ্ট্র তিব্বতের মানুষের অধিকারের প্রতি শ্রদ্ধা দেখাতে বেইজিংয়ের প্রতি আহ্বান জানানোর পর চীন এই হুঁশিয়ারি উচ্চারণ করেছে।
ধর্মীয় স্বাধীনতার দাবিতে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের আবা কাউন্টির একটি মঠে দুই বৌদ্ধ সন্ন্যাসী নিজেদের গায়ে আগুন ধরিয়ে আত্মাহুতির চেষ্টা করেন। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিব্বতিদের অধিকারকে সম্মান করার জন্য গত মঙ্গলবার চীনের প্রতি আহ্বান জানায় যুক্তরাষ্ট্র। এ ছাড়া ঘটনাটি পর্যবেক্ষণের জন্য সাংবাদিক ও কূটনীতিকদের অনুমতি দেওয়ার আহ্বান জানায় যুক্তরাষ্ট্র।
চীনের সামাজিক স্থিতিশীলতা ও নৃতাত্ত্বিক ঐক্য বিনষ্ট করার উদ্দেশ্যে তিব্বত প্রসঙ্গ নিয়ে কোনো দেশ বা ব্যক্তির হস্তক্ষেপের বিরোধিতা করেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হং লেই। তিনি বলেন, নৃতাত্ত্বিক সংখ্যালঘুদের আইনি অধিকার ও স্বার্থ রক্ষার ব্যাপারে চীন সরকার সচেতন।

No comments

Powered by Blogger.