পেসমেকারের আবিষ্কারক উইলসন চলে গেলেন

হূদেরাগীদের হূৎপিণ্ডের স্পন্দন স্বাভাবিক রাখতে বিশেষ সহায়তা করছে কৃত্রিম পেসমেকার যন্ত্র। তবে এ যন্ত্রের আবিষ্কারকের জীবনের স্পন্দন থেমে গেছে। পেসমেকারের আবিষ্কারক উইলসন গ্রেটব্যাচ আর নেই।
গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাফেলোতে উইলিয়ামসভিলে নিজ বাসভবনে ৯২ বছর বয়সে মৃত্যু হয়েছে উইলসনের। তবে তাঁর মৃত্যুর কারণ জানা যায়নি। তাঁর মেয়েজামাই ল্যারি ম্যাসিয়ারিয়েলো সাংবাদিকদের বলেন, অনেক দিন ধরে তিনি অসুস্থ ছিলেন।
আবিষ্কার ছিল উইলসনের আজীবনের নেশা। ১৫০টির বেশি পেটেন্ট রয়েছে তাঁর। গত ৫০ বছরে যে ১০টি গুরুত্বপূর্ণ যন্ত্র সমাজে বিশাল ভূমিকা রাখছে, পেসমেকার এর মধ্যে অন্যতম। ১৯৬০ সালে প্রথমবারের মতো মানবদেহে পেসমেকার প্রতিস্থাপন করা হয়। বর্তমানে প্রতিবছর বিশ্বের লক্ষাধিক মানুষের শরীরে পেসমেকার প্রতিস্থাপন করা হচ্ছে। হূদেরাগসহ নানা কারণে হূৎপিণ্ড স্বাভাবিক গতিতে স্পন্দিত না হলে পেসমেকার স্থাপন জরুরি হয়ে পড়ে।

No comments

Powered by Blogger.