ভূমিকম্প যেন যুক্তরাষ্ট্রে আঘাত হানে

নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী বিজয় কুমার বলেছেন, ভূমিকম্প যেন ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও অন্যান্য উন্নত দেশে আঘাত হানে, সে প্রার্থনাই তিনি করেছেন।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আছেন নেপালের প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টরাই। এ জন্য ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে তাঁর দায়িত্ব পালন করছেন বিজয় কুমারা।
গত রোববার আঘাত হানা ভূমিকম্পের পর উদ্ধার ও ত্রাণ তৎপরতায় সরকার কী পদক্ষেপ নিয়েছে, গত মঙ্গলবার পার্লামেন্টে বিজয় কুমারের কাছে তা জানতে চান সাংসদেরা। এ সময় তিনি বলেন, ‘আমরা তো ভূমিকম্প ঠেকিয়ে রাখতে পারি না। ভারত পারবে না, চীনও তা পারবে না।’
বিজয় কুমারা বলেন, ‘আমি ঈশ্বরের কাছে এ প্রার্থনাই করি, ভূমিকম্প যেন ভবিষ্যতে নেপালের পরিবর্তে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য উন্নত দেশে আঘাত হানে।’

No comments

Powered by Blogger.