ম্যারাডোনার কথা শোনেনি রিয়াল

নেইমারের পিছে মরীচিকার মতো ঘুরে লাভ নেই। তার চেয়ে রিয়াল মাদ্রিদ সার্জিও আগুয়েরোকে সই করিয়ে ফেলুক। এই পরামর্শ দিয়েছিলেন ডিয়েগো ম্যারাডোনা। তাঁর জামাই দীর্ঘদিন রিয়ালেরই প্রতিবেশী অ্যাটলেটিকো মাদ্রিদে খেলে এই মৌসুমে পাড়ি জমিয়েছেন ইংল্যান্ডে। ম্যানচেস্টার সিটির হয়ে লিগে ৫ ম্যাচেই করেছেন ৮ গোল। কিন্তু ম্যারাডোনার সুপরামর্শ কানে তোলেনি রিয়াল।
ম্যারাডোনার পরামর্শেই আগুয়েরো সিটিতে নাম লিখিয়েছেন, এই তথ্য আগেই জানা। ম্যারাডোনা এখন বলছেন, সিটির আগে জামাইয়ের নতুন গন্তব্য হিসেবে তাঁর পছন্দ ছিল রিয়ালই, ‘আমি আসলে রিয়াল মাদ্রিদকে পরামর্শ দিয়েছিলাম আগুয়েরোকে সই করাতে। আমার মনে হয়েছিল, ওদের দলে বেশ ভালোভাবে মানিয়ে নেবে আগুয়েরো, রিয়ালও আরও শক্তিশালী দল হয়ে উঠবে। এতে তাদের মানও হবে বার্সেলোনার পর্যায়ের। কিন্তু তারা সেটা করেনি।’
তাঁর কথা না শোনায় রিয়ালের ক্ষতিই হয়েছে বলে মনে করেন ম্যারাডোনা, ‘আমি মনে করি, এতে রিয়ালেরই ক্ষতি হয়েছে। এখন তো আমরা দেখতেই পাচ্ছি ওর স্কিল কতটা দুর্দান্ত। ম্যানচেস্টার সিটির হয়ে মাঠে নামলেই গোল করছে। আমি নিশ্চিত, ওর মতো খেলোয়াড় পেয়ে ম্যানচেস্টার সিটি দারুণ খুশি। আর ওর মতো জামাই পেয়ে আমিও খুশি।’
এদিকে মুখে নেইমার যতই বলুন রিয়ালে যাওয়ার জন্য তাঁর তাড়া নেই, ভেতরে ভেতরে কিন্তু অন্য রকম খবরই আসছে। কদিন আগে যেমন শোনা গিয়েছিল, ব্রাজিলেই নেইমার রিয়ালের জন্য স্বাস্থ্যপরীক্ষা দিয়েছিলেন। পরে নেইমার ওই গুঞ্জন উড়িয়ে দিয়ে বলেছেন, রিয়ালের জন্য নয়, তিনি গিয়েছিলেন নিজের ব্যক্তিগত সমস্যা নিয়ে। কিন্তু ওই স্বাস্থ্যপরীক্ষায় উপস্থিত করিন্থিয়ানসের চিকিত্সক জোয়াকিম গ্রাভা আবার নতুন তথ্য দিলেন। জানালেন, স্বাস্থ্যপরীক্ষায় রিয়ালের চিকিত্সকেরাও ছিল। তবে রিয়াল নয়, এই স্বাস্থ্যপরীক্ষার আয়োজন করেছিল একটি বিমা কোম্পানি।

No comments

Powered by Blogger.