সাকিবদের লক্ষ্য ১৬৭ রান

প্রথম ম্যাচে বোলিং পেয়েছিলেন ৬ নম্বরে। সাকিব আল হাসানকে কাল আনা হলো পাওয়ার প্লের ভেতরেই। ওই ওভারে দিয়েছেন ৫ রান। তবে প্রথম ম্যাচের মতো কালও তাঁকে পুরো ওভার বোলিং করানো হয়নি। ৩ ওভারে ২০ রান পাননি কোনো উইকেট। মূলপর্বে খেলতে হলে কলকাতা নাইট রাইডার্সকে করতে হবে ১৬৭ রান।
পিটার ট্রেগোর ৭০ ও রোয়েলফ ফন ডার মার উইয়ের ৪০ রান সমারসেটকে এনে দিয়েছে ১৬৬। এই ম্যাচের জয়ী দল উঠে যাবে মূল পর্বে। হেরে যাওয়া দল আর রুহুনা রাইনোজের মাঝে যে দলের রানরেট ভালো হবে, তারাও উঠবে মূল পর্বে। কাল প্রথম ম্যাচে লিস্টারশায়ারকে ৪ রানে হারিয়েছে রুহুনা।

No comments

Powered by Blogger.