ক্রিকেট দলের ম্যানেজার জাহিদ রাজ্জাক

নতুন অধিনায়ক, সহ-অধিনায়ক শুধু নন, বিসিবির কালকের সভায় জাতীয় দল পেল নতুন ম্যানেজারও। ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে আসন্ন দুটি হোম সিরিজের জন্য জাতীয় দলের ম্যানেজার করা হয়েছে সাবেক ক্রিকেটার ও নির্বাচক জাহিদ রাজ্জাক মাসুমকে।
জাতীয় দলের ম্যানেজার চেয়ে বিসিবি বিজ্ঞাপন দিলেও এখনো কাউকে নিয়োগ দেওয়া হয়নি। জাহিদ রাজ্জাক তাই আপৎকালীন ম্যানেজার। তবে সভা শেষে বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস জানিয়েছেন, স্থায়ী ম্যানেজার হওয়ার আবেদন করার সুযোগও তাঁর আছে।
পরিচালনা পর্ষদের কালকের সভায় অনুমোদিত হয়েছে আঞ্চলিক ক্রিকেট সংস্থার গঠনতন্ত্র। তবে বিসিবির গঠনতন্ত্রের সংশোধনী প্রস্তাব নিয়ে আলোচনা হয়নি বলে জানা গেছে। সভায় জেলা পর্যায়ে ৩৯ জন কোচ নিয়োগের সিদ্ধান্ত হয়েছে, অনুমোদিত হয়েছে বিসিবির কোচিং নীতিও।

No comments

Powered by Blogger.