জাপানে অস্ত্রনির্মাতা প্রতিষ্ঠানে সাইবার হামলা

জাপানের শীর্ষস্থানীয় অস্ত্রনির্মাতা প্রতিষ্ঠান মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ (এমএইচআই) সাইবার হামলার শিকার হয়েছে। প্রতিষ্ঠানটির ক্ষেপণাস্ত্র, ডুবোজাহাজ ও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণবিষয়ক তথ্যভান্ডার এ হামলার লক্ষ্যবস্তু করা হয়।
এমএইচআই বলেছে, গত মাসে তাদের ৮০টির বেশি সার্ভার ও কম্পিউটারে ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তবে জাপান সরকার বলছে, এ হামলায় কোনো স্পর্শকাতর তথ্য ফাঁস হয়েছে কি না, তা তাদের জানা নেই।
সাইবার হামলার ঘটনায় পূর্ণ তদন্ত পরিচালনা করতে এমএইচআইয়ের প্রতি দাবি জানিয়েছে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। স্থানীয় গণমাধ্যমে ওই হামলার খবর জানার পর কর্মকর্তারা ক্ষুব্ধ হন।
জাপানের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসুয়ো ইচিকাওয়া গতকাল মঙ্গলবার জানান, হামলাকারীরা কোনো গুরুত্বপূর্ণ তথ্য রাখতে সফল হয়নি। তবে এমএইচআইকে তাদের তথ্য নিয়ন্ত্রণব্যবস্থা পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘মন্ত্রণালয় সমস্যাটি পর্যবেক্ষণ করবে এবং প্রয়োজন হলে তদন্ত পরিচালনাও করবে।’

No comments

Powered by Blogger.