ভারতের শেষ আশা এখন ওয়ানডে

পরাজয়ের বৃত্তেই আটকে রইল ভারত। টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডকে বাগে পেয়েও জিততে পারেনি মহেন্দ্র সিং ধোনির দল। গত বুধবার ওল্ড ট্রাফোর্ডে ৩ বল বাকি থাকতে হেরেছে ৬ উইকেটে। আজ শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের আগে স্বাগতিকেরাই কুড়িয়ে নিল অনুপ্রেরণা। আজ চেস্টার-লি-স্ট্রিটে হবে দুই দলের পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেটি।
টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে সফরের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে শুরুটা কিন্তু দারুণ করেছিল ভারতীয়রা। ১১ ওভারেই ১০০ রান ছুঁয়েছিল তারা ১ উইকেট হারিয়ে। তরুণ অজিঙ্কা রাহানের পাশে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় রাহুল দ্রাবিড়ের। ২১ বলে ৩১ করে আউট হন দ্রাবিড়, সমিত প্যাটেলকে টানা তিনটি ছক্কা মেরে ম্যাচের সেরা বিনোদন জুগিয়েছেন দ্রাবিড়ই। রাহানে করেছেন ৩৯ বলে ৬১। এরপর ম্যাচসেরা জেড ডার্নব্যাকের ক্যারিয়ার-সেরা বোলিংয়ে (৪/২২) মাত্র ৮ রানেই শেষ ৫টি উইকেট হারায় ভারত।
জয়ের জন্য শেষ ওভারে ১০ রান দরকার ছিল ইংল্যান্ডের। বিনয় কুমারের করা প্রথম তিন বলেই চার মেরে স্বাগতিকদের জয় এনে দেন সমিত প্যাটেল। ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৪৯ (২৭ বল) করেন এউইন মরগান। টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে স্টুয়ার্ট ব্রডের এটাই প্রথম জয়। এএফপি, ওয়েবসাইট।
এদিকে মাথায় আঘাত পাওয়া গৌতম গম্ভীরকে শেষ পর্যন্ত দেশেই ফেরত পাঠিয়েছে ভারত। ওয়ানডে খেলতে তাঁর পরিবর্তে ডেকে পাঠানো হয়েছে রবীন্দ্র জাদেজাকে। সিরিজে ধোনির ডেপুটি সুরেশ রায়না।

No comments

Powered by Blogger.