তিন উলফা নেতা দিল্লিতে

ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে দ্বিতীয় দফা আনুষ্ঠানিক আলোচনা শুরু করতে উলফার তিন নেতা গতকাল শুক্রবার দিল্লি গেছেন। এই তিন নেতা হলেন—উলফার ‘পররাষ্ট্রসচিব’ শশধর চৌধুরী, ‘ডেপুটি কমান্ডার ইন চিফ’ রাজু বড়ুয়া ও ‘অর্থ সচিব’ চিত্রবন হাজারিকা।
আসামের সেন্টিনাল পত্রিকাকে টেলিফোনে রাজু বড়ুয়া বলেন, এবারের আলোচনায় মৌলিক নীতি ও অস্ত্রবিরতির খুঁটিনাটি নিয়ে আলোচনা হবে। তিনি বলেন, ‘উলফা (ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম) একতরফা অস্ত্রবিরতি ঘোষণা করেছে। এখন সরকারেরও একই ধরনের মনোভাব নিয়ে এগিয়ে আসার অনুরোধ করি।’
রাজু বড়ুয়া জানান, তাঁদের সদস্যরা নির্ধারিত শিবিরে থাকবেন। ‘নবনির্মাণ কেন্দ্র’ নামে তিনটি কেন্দ্রে তাঁরা থাকবেন। রাজ্যে এ ধরনের নয়টি কেন্দ্র নির্মাণের জন্য তাঁরা দাবি জানিয়েছেন বলে রাজু বড়ুয়া জানান।

No comments

Powered by Blogger.