অর্থের উৎস অনুসন্ধানের নির্দেশ সুপ্রিম কোর্টের

ভারতের সুপ্রিম কোর্ট দেশটির পার্লামেন্টের সদস্যদের ঘুষ প্রদানের মামলায় ওই ঘুষের অর্থের উৎস অনুসন্ধানে দিল্লির পুলিশকে নির্দেশ দিয়েছেন। গতকাল শুক্রবার বিচারপতি আফতাব আলম ও বিচারপতি আর এম লোধার সমন্বয়ে গড়া একটি বেঞ্চ পুলিশকে ওই নির্দেশ দেন। চার সপ্তাহের মধ্যে এ অনুসন্ধানকাজ সম্পন্ন করার ব্যাপারে নিশ্চয়তা দিয়েছে পুলিশ।
পার্লামেন্টের আস্থা ভোটকে সামনে রেখে ২০০৮ সালে কয়েকজন সাংসদকে ঘুষ দেওয়ার অভিযোগ রয়েছে। এ ব্যাপারে দিল্লির একটি বিচারিক আদালতে গত ২৪ আগস্ট একটি অভিযোগপত্র দাখিল করা হয়। এতে সমাজবাদী পার্টির সাবেক সাধারণ সম্পাদক অমর সিং ও বিজেপি নেতা এল কে আদভানির সাবেক সহযোগী সুধীন্দ্র কুলকার্নিসহ ছয়জন সাংসদের বিরুদ্ধে অর্থের বিনিময়ে ভোট আদায়ের ষড়যন্ত্র করার অভিযোগ আনা হয়।

No comments

Powered by Blogger.