সিআইএর প্রধান হিসেবে পেট্রাউসের শপথ গ্রহণ

সাবেক মার্কিন জেনারেল ডেভিড পেট্রাউস গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রধান হিসেবে শপথ নিয়েছেন।
ডেভিড পেট্রাউস (৫৮) লিও প্যানেট্টার স্থলাভিষিক্ত হলেন। ৩৭ বছর দায়িত্ব পালনের পর এক সপ্তাহ আগে তিনি সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন।
হোয়াইট হাউসে পেট্রাউসকে শপথবাক্য পাঠ করান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন বলেন, ‘দায়িত্ব, সম্মান ও দেশ। যেদিন আপনার সঙ্গে আমার আফগানিস্তানে দেখা হয়েছিল, সেদিন এই শব্দগুলো আমার মনে এসেছিল। জেনারেল, সত্যিই আপনার ক্যারিয়ার ছিল সম্মানিত।’
ভার্জিনিয়ার ল্যাংলিতে সিআইএর সদর দপ্তরের বদলে হোয়াইট হাউসে শপথ অনুষ্ঠান হয়। কারণ হিসেবে বাইডেন বলেন, আক্ষরিক অর্থে নষ্ট করার মতো কোনো সময় নেই। তাই শপথ অনুষ্ঠানের জন্য হোয়াইট হাউসকে বেছে নেওয়া হয়।
অতীতে বিভিন্ন বিষয় নিয়ে পেট্রাউসের সঙ্গে পরিষ্কার বিরোধ ছিল বাইডেনের।
পেট্রাউস বলেন, ‘একজন বুড়ো সৈনিকের ওপর আস্থা রাখায় প্রেসিডেন্ট বারাক ওবামাকে ধন্যবাদ।’
শপথ গ্রহণের পর পেট্রাউস প্রেসিডেন্ট ওবামার সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর তিনি সিআইএর সদর দপ্তরে যান।

No comments

Powered by Blogger.