টেক্সাসের দাবানল নিয়ন্ত্রণে আসেনি

যুক্তরাষ্ট্রের টেক্সাসের দাবানল এখনো নিয়ন্ত্রণে আসেনি। তবে গত মঙ্গলবার বাতাসের গতিবেগ কমে আসায় আগুন নিয়ন্ত্রণের ব্যাপারে কিছুটা আশাবাদের সৃষ্টি হয়। এদিকে দাবানলে এক হাজারের বেশি বাড়ি পুড়ে গেছে। মারা গেছে আরও দুজন। এ নিয়ে দাবানলে মোট চারজন মারা গেল।
সবচেয়ে বড় দাবানলের ঘটনা ঘটেছে বাস্ট্রোপ কাউন্টিতে। দাবানলে সেখানে ধ্বংস হয়েছে ৬০০ বাড়ি।
স্থানীয় শেরিফ জানান, বাস্ট্রোপে দাবানলে দুজন প্রাণ হারিয়েছে।
১৯৫০-এর দশকের পর এখন সবচেয়ে ভয়াবহ খরার কবলে পড়েছে টেক্সাস।
টেক্সাসের গভর্নর রিক পেরি মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, অন্তত ৫৭টি দাবানলে টেক্সাসের এক লাখ একরের বেশি এলাকা পুড়ে গেছে। টেক্সাসের জরুরি ব্যবস্থাপনা বিভাগের প্রধান নিম কিড বলেন, দাবানলের কারণে এক হাজারের বেশি বাড়ি পুড়ে গেছে।
জাতীয় আবহাওয়া সার্ভিস জানায়, মঙ্গলবার বাতাসের গতিবেগ ঘণ্টায় পাঁচ মাইলে নেমে আসে। দিনের বাকি সময় বাতাসের গতিবেগ কম থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়। এক দিন আগেও বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৩০ মাইল।
দাবানলের কারণে মঙ্গলবার বাস্ট্রোপের স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়। একই দিন গভর্নর পেরি দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।

No comments

Powered by Blogger.