যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় ৪ নিরাপত্তারক্ষী নিহত, আহত ৭

যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যে একজন বন্দুকধারীর হামলায় চারজন জাতীয় নিরাপত্তারক্ষী নিহত ও কমপক্ষে সাতজন আহত হয়েছেন।
নেভাদা অঙ্গরাজ্যের কারসন শহরের প্যানকেক নামের একটি রেস্তোরাঁয় ওই নিরাপত্তারক্ষীরা গত মঙ্গলবার সকালে নাশতা করছিলেন। এ সময় এডুয়ার্ডো সেনসিয়ন নামের ওই বন্দুকধারী একটি একে-৪৭ রাইফেল নিয়ে তাঁদের ওপর গুলি চালালে ঘটনাস্থলেই তিনজন নিহত এবং বাকিরা আহত হন। পরে আহতদের একজন মারা যান।
কারসন শহরের শেরিফ কেন ফারলং বলেন, ঘটনার সময় জাতীয় নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্য ওই রেস্তোরাঁয় অনির্ধারিত বৈঠক করছিলেন। ঘটনাস্থল থেকে একে-৪৭ রাইফেলটি ছাড়াও দুটি অব্যবহূত আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
এডুয়ার্ডো নিরাপত্তারক্ষীদের হত্যার পরে নিজ রাইফেলের গুলিতে আত্মহত্যার চেষ্টা চালায়। গুরুতর আহত এডুয়ার্ডোকে প্রথমে জীবিত উদ্ধার করা হলেও পরে মারা যায়।

No comments

Powered by Blogger.