স্পেনের সম্মানজনক পুরস্কার পেলেন ফুকুশিমার কর্মীরা

জাপানের ফুকুশিমার দাইচি কেন্দ্রের পারমাণবিক বিদ্যুৎ তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়া রুখতে কাজ করা তিনটি গ্রুপের কর্মীরা স্পেনের সম্মানজনক ‘প্রিন্স অব অসটুরিয়াস কনকর্ড’ পুরস্কার জিতেছেন। পুরস্কার ঘোষণার জন্য গঠিত জুরি বোর্ড গতকাল বুধবার এ ঘোষণা দেন।
জুরি বোর্ডের সদস্যরা ওই তিনটি গ্রুপের কর্মীদের ‘হিরোস অব ফুকুশিমা’ আখ্যায়িত করেন। তাঁরা হলেন দাইচি প্রকল্পে কর্মরত টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানির ৫০ জন স্বেচ্ছাসেবক কর্মচারী, চুল্লি ঠান্ডা করতে কাজ করা দমকল বাহিনীর সদস্য ও সংকট নিরসনে কাজ করা সশস্ত্র বাহিনীর সদস্যরা।
পুরস্কার বিজয়ীরা ৫০ হাজার ইউরো, একটি করে ভাস্কর্য, সনদ ও সম্মানসূচক পদক পাবেন। উত্তর স্পেনের ওভিইদো শহরে চলতি বছরের শেষের দিকে একটি অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রিন্স অব অসটুরিয়াস প্রিন্স ফিলিপ।
উল্লেখ্য, গত ৯ মার্চ ৯ দশমিক শূন্য মাত্রার ভূমিকম্পের পর সুনামিতে ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের শীতলীকরণ পদ্ধতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

No comments

Powered by Blogger.