ওডিশার আইনপ্রণেতা ও দেহরক্ষীকে গুলি করে হত্যা

ভারতের ওডিশা রাজ্যের আইনপ্রণেতা (এমএলএ) জগবন্ধু মাঝি (৩৯) ও তাঁর দেহরক্ষী পি কে পাত্রকে গুলি করে হত্যা করেছে সন্দেহভাজন মাওবাদী গেরিলারা।
গতকাল শনিবার দুপুরে রাজ্যের নওয়ারংপুর জেলার গোনা গ্রামে আয়োজিত এক সভায় এ হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশ জানিয়েছে।
বিশিষ্ট উপজাতি নেতা জগবন্ধু মাঝি ওডিশার ক্ষমতাসীন বিজু জনতা দলের (বিজেডি) উমরকোট আসন থেকে নির্বাচিত আইনপ্রণেতা ছিলেন।
রাজ্য পুলিশের মহাপরিচালক মনমোহন প্রহারাজ বলেন, গোনা গ্রামবাসীর মধ্যে জমির দলিলপত্র বিতরণের সময় অজ্ঞাতনামা চার ব্যক্তি গুলি ছুড়ে জগবন্ধু মাঝি ও তাঁর দেহরক্ষীকে হত্যা করে। পুলিশ জানিয়েছে, ওই জায়গাটির পাশেই মাওবাদী গেরিলাদের এলাকা ছত্তিশগড়। হত্যাকাণ্ডের সঙ্গে মাওবাদীরা জড়িত থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
নওয়ারংপুর জেলার পুলিশ সুপার নীতি শেখর বলেন, জগবন্ধু মাঝি ও তাঁর দেহরক্ষীর লাশ উদ্ধার করে রায়গড় পুলিশ স্টেশনে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

No comments

Powered by Blogger.