ইসরায়েলের কাছে বাংকার-বিধ্বংসী বোমা বিক্রি করেছেন ওবামা!

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মুখে ফিলিস্তিনকে ছাড় দেওয়ার জন্য ইসরায়েলের প্রতি চাপ দিলেও গোপনে দেশটির কাছে অত্যাধুনিক বাংকার-বিধ্বংসী বোমা বিক্রি করেছেন। প্রভাবশালী মার্কিন সাময়িকী নিউজউইক-এর এক বিশেষ প্রতিবেদনে এ দাবি করা হয়েছে।
খবরে বলা হয়েছে, ওবামা গোপনে ইসরায়েলি সেনাবাহিনীর কাছে শক্তিশালী বাংকার-বিধ্বংসী বোমাসহ বিভিন্ন ধরনের অস্ত্র-সরঞ্জাম বিক্রির অনুমোদন করেছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা-সংক্রান্ত একটি বিশেষ প্রতিবেদন আগামীকাল সোমবার প্রকাশিত হবে নিউজউইক-এ। পত্রিকাটির অনলাইন সংস্করণে আগাম এর কিছু অংশ প্রকাশ করা হয়েছে।
দেশ দুটির কর্মকর্তারা নিউজউইককে বলেছেন, ‘জিবিইউ-২৮ হার্ড টার্গেট পেনিট্রেটরস’ নামের ওই বাংকার-বিধ্বংসী বোমাটি ২০০৯ সালেই ইসরায়েলকে সরবরাহ করে যুক্তরাষ্ট্র। সেটি ইরানের পরমাণুকেন্দ্রগুলোর বিরুদ্ধে সম্ভাব্য সামরিক ব্যবস্থার সময় কাজে লাগাতে পারবে ইসরায়েল।
রাষ্ট্রের স্বীকৃতির আবেদনে প্রেসিডেন্ট ওবামার বিরোধিতা করায় ফিলিস্তিনি এলাকায় মার্কিন ও ওবামাবিরোধী মনোভাব যখন তুঙ্গে, ঠিক তখন এই খবর বের হলো।

No comments

Powered by Blogger.