অন্ধ্র প্রদেশের তেলেঙ্গানা ধর্মঘটে অচল

পৃথক রাজ্যের দাবিতে ডাকা সাধারণ ধর্মঘটে গতকাল শনিবার ভারতের অন্ধ্র প্রদেশের তেলেঙ্গানা অঞ্চল অচল হয়ে পড়ে। ট্রেন, বাস ও অটোরিকশা—কোনো কিছুই চলেনি। স্থবির হয়ে পড়েছিল সেখানকার জনজীবন। তেলেঙ্গানা জয়েন্ট অ্যাকশন কমিটি (টি-জেএসি) এ ধর্মঘটের ডাক দিয়েছিল।
ট্রেন চলাচল ব্যাহত করতে তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস), ভারতীয় জনতা পার্টি ও অন্যান্য রাজনৈতিক দলের কর্মীরা বিভিন্ন স্থানে রেলওয়ে ট্রাকের ওপর বসে পড়ে। সেকেন্দারাবাদের কাছে মাওলা আলী স্টেশনে আন্দোলনকারীরা মঞ্চ নির্মাণ ও তাঁবু তৈরি করে। অন্যান্য স্থানে প্ল্যাটফর্মের ওপর খেলে কাবাডি। ধর্মঘটে রাজ্যের রাজধানী হায়দরাবাদ রেলস্টেশন ছিল একেবারে ফাঁকা।
ধর্মঘটের কারণে পূর্বপ্রস্তুতি হিসেবে সাউথ সেন্ট্রাল রেলওয়ে (এসসিআর) কর্তৃপক্ষ তেলেঙ্গানা অঞ্চলে ট্রেন চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করে। এ ছাড়া উত্তর-পূর্ব ও পূর্ব-পশ্চিম অঞ্চলের দূরপাল্লার ট্রেনগুলো অন্য অঞ্চলের ভিন্ন পথ দিয়ে গন্তব্যে পৌঁছে।

No comments

Powered by Blogger.