জোকোভিচের জয়, নাদালের পরাজয়

দুর্দান্ত এক জয় দিয়ে এক নম্বর হিসেবে যাত্রা শুরু হলো নোভাক জোকোভিচের। অন্যদিকে যাঁর কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন রাজ্যপাট, সেই রাফায়েল নাদাল হেরে গেছেন। উইম্বলডন ফাইনালের পর পরশুই প্রথম কোর্টে নেমেছিলেন বিশ্বের এক ও দুই নম্বর খেলোয়াড়। কানাডার মন্ট্রিয়ল মাস্টার্সে পরশু জোকোভিচ হারিয়েছেন রাশিয়ার নিকোলাই ডেভিডেঙ্কোকে। নাদাল হেরেছেন অচেনা মুখ ক্রোয়েশিয়ার ইভান ডডিগের কাছে।
পরশুর জয়টি ২০১১ সালে জোকোভিচের ৪৯তম জয়। তবে এক নম্বর হিসেবে অভিষেকে প্রথম দিকে কিছুটা জড়তা ছিল। বছরের দ্বিতীয় পরাজয় চোখও রাঙিয়েছিল জোকোভিচকে। প্রথম সেটে ডেভিডেঙ্কো এগিয়ে গিয়েছিলেন ৪-১ গেমে। এর পরই স্বরূপে ফেরেন টেনিসের নতুন রাজা। ম্যাচের ফল ৭-৫, ৬-১।
এক নম্বর হওয়ার পর কিছুটা হলেও কি পাল্টায়নি জীবন, এমন প্রশ্নের উত্তরে জোকোভিচ বলেছেন, ‘অবশ্যই, লোকজন এখন আমাকে একটু ভিন্ন চোখেই দেখে। কাঁধে বাড়তি চাপও অনুভব করছি।’
স্বপ্ন পূরণ হওয়াটাকে উপভোগই করছেন এ বছর দুটি গ্র্যান্ড স্লামসহ আটটি শিরোপা জেতা জোকোভিচ। অন্যদিকে বিশ্বের দুই নম্বর খেলোয়াড় নাদাল অবাছাই ডগিগের কাছে হেরেছেন ১-৬, ৭-৬, ৭-৬ গেমে। ২০০৮ সালের রোম মাস্টার্সের পর এই প্রথম কোনো টুর্নামেন্টের প্রথম ম্যাচেই হারলেন। পরাজয়টা নাদালের ফ্লাশিং মিডোর প্রস্তুতিতে ভালোই প্রভাব ফেলবে। এ মাসের শেষে নিউইয়র্কে ইউএস ওপেনের শিরোপা ধরে রাখতে নামবেন তিনি।
টরন্টোতে রজার্স কাপের প্রথম ম্যাচেই মেয়েদের এক নম্বর ক্যারোলিন ওজনিয়াকি অবাছাই ইতালিয়ান রবার্তা ভিঞ্চির কাছে হেরেছেন ৬-৪, ৭-৫ গেমে।

No comments

Powered by Blogger.