চীনের রণতরী নিয়ে স্বচ্ছতা চায় যুক্তরাষ্ট্র

চীন তাদের প্রথম বিমানবাহী রণতরীর বিষয়ে স্বচ্ছতা রাখছে না অভিযোগ করে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, ‘আমরা আরও স্বচ্ছতা দেখতে চাই। এই রণতরীর প্রয়োজনীয়তা নিয়ে চীন যে ব্যাখ্যাই দিক না কেন, আমরা তাকে স্বাগত জানাব।’
নুল্যান্ড আরও বলেন, ‘আমাদের উদ্বেগের বিষয় হলো চীন অন্য দেশের মতো স্বচ্ছতা বজায় রাখে না। যুক্তরাষ্ট্র তাদের সামরিক বিষয় ও বাজেটের যে স্বচ্ছতা নিয়ে কাজ করে, চীন সেটাও করে না।’
গত বুধবার চীন তাঁদের প্রথম বিমানবাহী রণতরী পরীক্ষামূলকভাবে সাগরে নামায়। এই রণতরীটি নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা-কল্পনার পর গত মাসের শেষের দিকে চীন জানায়, ইউক্রেনের কাছ থেকে কেনা পুরোনো বিমানবাহী রণতরীটি মেরামত করে প্রশিক্ষণ ও গবেষণার কাজে ব্যবহার করা হবে। প্রতিরক্ষা বাহিনীর ব্যাপক আধুনিকায়ন কর্মসূচির অংশ হিসেবে তা করা হবে।
এক হাজার ফুট দৈর্ঘ্যের এই রণতরীটি ২৬টি যুদ্ধবিমান ও ২৪টি হেলিকপ্টার বহন করতে পারবে। এ ছাড়া রণতরীবিধ্বংসী ক্ষেপণাস্ত্রসহ সব ধরনের আধুনিক যুদ্ধব্যবস্থা ও অস্ত্রে সজ্জিত করা হবে রণতরীটি।

No comments

Powered by Blogger.