পশ্চিমবঙ্গে ভয়াবহ বন্যা ৪৭ জনের মৃত্যু ক্ষতিগ্রস্ত ৩০ লাখ

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বন্যার পরিস্থিতি বর্তমানে ভয়াবহ রূপ নিয়েছে। রাজ্যের ১৯টি জেলার মধ্যে ১৫টি জেলাই বন্যাকবলিত হয়ে পড়েছে। বন্যায় ইতিমধ্যে ১৮ নারীসহ ৪৭ জনের মৃত্যু হয়েছে।
রাজ্যের বিভিন্ন নদনদীর পানি প্রতিদিনই বাড়ছে। বর্তমানে বেশির ভাগ নদীর পানিই বিপৎসীমার ওপর দিয়ে বইছে। ডুবে গেছে বাড়িঘর, রাস্তাঘাট, ফসলের খেত। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি ও সেতু।
রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, ১৫টি জেলার ২৫১টি ব্লক বা ইউনিয়ন এবং ৭৯টি পৌরসভা বন্যার কবলে পড়েছে। এতে ২৯ লাখ ৬৬ হাজার মানুষ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। বন্যার্তদের জন্য বিভিন্ন জেলায় চালু করা ৪১৩টি ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছে ৬৭ হাজার ৭৪৫ জন।

No comments

Powered by Blogger.