দলে ফিরলেন মালিক

আবার জাতীয় দলে ফেরার স্বপ্নটা দ্রুতই পূরণ হলো শোয়েব মালিকের। রিজার্ভ তালিকা থেকে জিম্বাবুয়ে সফরের জন্য পাকিস্তানের মূল দলেই ঢুকে পড়লেন সাবেক অধিনায়ক। অবৈধ আয়ের জন্য যে সন্দেহ প্রকাশ করেছিল পিসিবির নৈতিক কমিটি, তা থেকে মুক্ত হওয়ার পরই মালিকের দলে ফেরার পথ সুগম হয়ে যায়। নির্বাচক কমিটিও অতি দ্রুত ৩২টি টেস্ট আর ১৯২টি ওয়ানডে খেলা এই অলরাউন্ডারকে অন্তর্ভুক্ত করল দলে।
বিতর্ক পেছনে ফেলে দলে ফেরাটা ভাগ্যেরই ব্যাপার। তবে নিজের নয়, মালিক এর কৃতিত্ব দিচ্ছেন স্ত্রী সানিয়া মির্জাকে। বলছেন, পিসিবির ছাড়পত্র পাওয়ার অপেক্ষার কঠিন সময়টায় স্ত্রী সানিয়া তাঁকে মানসিক সমর্থন দিয়েছেন, ‘উত্থান-পতন জীবনেরই অংশ। আমার স্ত্রী সানিয়া আমাকে প্রচুর সাহায্য করেছে। সে ১০-১২ বছর ধরে আন্তর্জাতিক টেনিস খেলছে। তাঁর টেনিস ক্যারিয়ারের উত্থান-পতনের অভিজ্ঞতা থেকেই আমাকে পরামর্শ দিয়েছে, যা ছিল খুবই মূল্যবান। সে অসাধারণ এক জীবনসঙ্গী।’

No comments

Powered by Blogger.