ইসরায়েলের দুঃখ প্রকাশ মিসরে বিক্ষোভ অব্যাহত

ইসরায়েলি বাহিনীর হামলায় মিসরের পাঁচজন পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় বিক্ষোভ করেছে মিসরের হাজার হাজার মানুষ। কায়রোতে ইসরায়েলি দূতাবাসের সামনে গতকাল রোববার দ্বিতীয় দিনের মতো জড়ো হয়ে ওই বিক্ষোভকারীরা ইসরায়েলি রাষ্ট্রদূতকে অবিলম্বে মিসর থেকে বহিষ্কারের দাবি জানায়।
ইসরায়েল-মিসর সীমান্তে সন্দেহভাজন জঙ্গিদের ধাওয়া করতে গিয়ে বৃহস্পতিবার মিসরীয় পুলিশের পাঁচ সদস্যকে হত্যা করেছিল ইসরায়েলি বাহিনী। ওই জঙ্গিরা ইসরায়েলে রকেট ছুড়ে আটজনকে হত্যা করেছিল। বদলা নিতে ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় অন্তত ১৫ জনকে হত্যা করে।
ইসরায়েলকে লক্ষ্য করে ফিলিস্তিনি জঙ্গিরা বৃহস্পতিবার থেকে এ পর্যন্ত ২০টিরও বেশি রকেট নিক্ষেপ করেছে।
সর্বশেষ সহিংসতার ঘটনায় গত শনিবার ইসরায়েলের বিরশেবা শহরে একজন নিহত ও অন্তত চারজন আহত হয়েছে। সিনাই উপত্যকায় পুলিশ কর্মকর্তাদের মৃত্যুতে শনিবার দুঃখ প্রকাশ করেছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক।
পশ্চিম তীরে হামাসের ১২০ সদস্য গ্রেপ্তার: ইসরায়েলি সেনারা পশ্চিম তীর থেকে গতকাল হামাসের ১২০ জন সদস্যকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর কয়েকটি সূত্র।

No comments

Powered by Blogger.