চেলসির জয়ে বোয়াসেরও জয়

প্রাক-মৌসুম প্রস্তুতিতে ৭টি ম্যাচ খেলেছে চেলসি। সাতটিতেই জয়। কিন্তু প্রিমিয়ার লিগের শুরুটা হয়েছে ড্র দিয়ে। এই নিয়ে যখন হতাশা ওড়াউড়ি করতে শুরু করেছে, তখনই জয়। দ্বিতীয় ম্যাচেই। পরশু ওয়েস্টব্রমের বিপক্ষে ২-১ গোলে জিতেছে চেলসি।
তবে বিস্ময়করভাবে নিজেদের মাঠে ওয়েস্টব্রমের বিপক্ষে পিছিয়ে পড়েছিল তারা। ৪ মিনিটে গোল করেন লং। শুধু এই গোলই পুরো প্রথমার্ধেই চেলসির সঙ্গে সমানে সমান লড়াই করে ওয়েস্টব্রম। দ্বিতীয়ার্ধে যেন অহংবোধটা জেগে ওঠে চেলসির। শুরু থেকেই চেলসির ফরোয়ার্ডরা হামলে পড়েন ওয়েস্টব্রমের রক্ষণে। ৫৩ মিনিটে গোলও পেয়ে যান নিকোলাস আনেলকা। ‘সুপার সাব’ ফ্লোরেন্ত মালুদা ৮৩ মিনিটে করেন জয়সূচক গোল। ম্যাচ শেষে চেলসির নতুন কোচ ভিলাস-বোয়াস শিরোপা পুনরুদ্ধারের জন্য চাইলেন সবার সমর্থন, ‘ভালো একটা মৌসুমের জন্য আমাদের সমর্থন প্রয়োজন, প্রয়োজন ভালো পরিবেশের। আমরা চ্যাম্পিয়ন হতে চাই।’
রবার্তো মানচিনির ম্যানচেস্টার সিটি কাল ৩-২ গোলে বোল্টনকে হারিয়ে পেয়েছে লিগে টানা দ্বিতীয় জয়। সিটির হয়ে গোল করেছেন ডেভিড সিলভা, গ্যারেথ ব্যারি ও এডিন জেকো।

No comments

Powered by Blogger.