যুক্তরাষ্ট্র ঋণখেলাপি হবে না

চীন সফররত মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল রোববার বলেছেন, বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র কখনোই ঋণখেলাপি হবে না। খবর এএফপির।
যুক্তরাষ্ট্রের সংকটজনক আর্থিক অবস্থার ওপর চীনের আস্থা বাড়াতে পাঁচ দিনের সফরে গিয়ে জো বাইডেন এ কথা বলেন।
যুক্তরাষ্ট্রকে সবচেয়ে বেশি ঋণ দেয় চীন। ভাইস প্রেসিডেন্ট হওয়ার পর চীনে জো বাইডেনের এটাই প্রথম সরকারি সফর। তিনি দেশটির নেতাদের আশ্বস্ত করেন, চীনের বিশাল বিনিয়োগ এখনো যুক্তরাষ্ট্রে নিরাপদ।
সফরের শেষ দিনে গতকাল দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর চেংডুর সিচুয়ান বিশ্ববিদ্যালয়ে কয়েক শ শিক্ষার্থীর সামনে বক্তৃতা করেন জো বাইডেন।
কমিউনিস্ট রাষ্ট্র চীন আবার নতুন করে ভিন্নমতাবলম্বীদের ওপর দমন-পীড়ন চালানোয় জো বাইডেন সরকার ও জনগণের মধ্যে অবাধ তথ্যপ্রবাহের ব্যবস্থা চালুর জন্য চীনের প্রতি আহ্বান জানান।
ইতিহাসে প্রথমবারের মধ্যে যুক্তরাষ্ট্রের ঝুঁকিহীন ঋণ করার সক্ষমতার মাত্রা কমলেও জো বাইডেন গতকাল বলেন, যুক্তরাষ্ট্র এখনো একক দেশ হিসেবে বিনিয়োগের সবচেয়ে ভালো স্থান। যুক্তরাষ্ট্র কখনোই খেলাপি হবে না, কখনোই না।
জনগণের সামনে চীনের প্রেসিডেন্ট ওয়েন জিয়াবাও ও ভাইস প্রেসিডেন্ট জি জিংপিং জো বাইডেনের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করেন।

No comments

Powered by Blogger.