পাকিস্তানে গভর্নরকে হত্যার পর এবার ছেলেকে অপহরণ

দেহরক্ষীর গুলিতে নিহত পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গভর্নর সালমান তাসিরের ছেলে শাহবাজ তাসিরকে অপহরণ করা হয়েছে। গতকাল শুক্রবার লাহোর শহর থেকে একদল বন্দুকধারী তাঁকে অপহরণ করে।
লাহোর পুলিশের জরুরি বিভাগের কর্মকর্তা সৈয়দ মুমতাজ বলেন, ‘শহরের গুলবার্জ এলাকায় একটি বিপণিবিতানের কাছে চার বন্দুকধারী একটি গাড়ি নিয়ে শাহবাজের গাড়ির গতি রোধ করে। এরপর বন্দুকের মুখে তাঁকে গাড়িতে তুলে নিয়ে চলে যায়।’
কর্মকর্তারা জানান, শাহবাজকে উদ্ধার করতে পুলিশ তল্লাশি শুরু করেছে।
চলতি বছরের ৪ জানুয়ারি ইসলামাবাদে একটি কফি হাউসের বাইরে নিজের নিরাপত্তারক্ষীর গুলিতে নিহত হন ব্লাসফেমি আইনের বিরোধী সালমান তাসির। দেহরক্ষী মুমতাজ কাদরি পরে বলেন, ব্লাসফেমি আইনের সমালোচনা করায় সালমানকে হত্যা করা হয়েছে।
একাধিক পুলিশ কর্মকর্তা জানান, কাদরির বিরুদ্ধে করা মামলা তুলে নিতে সালমান তাসিরের পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হচ্ছিল।
লাহোরের জ্যেষ্ঠ তদন্ত কর্মকর্তা রেজ্জাক চিমা জানান, গতকাল শাহবাজ তাঁর কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেল ও জিপে আরোহী কয়েকজন বন্দুকধারীরা একটি ট্রাফিক মোড়ে তাঁর গাড়ির গতি রোধ করে। এরপর তাঁকে তুলে নিয়ে বন্দুকধারীরা তাঁদের অস্ত্র ফেলে চলে যায়।

No comments

Powered by Blogger.