মেসিদের মাসকটরা

ঈদের কেনাকাটা করতে ব্যস্ত ধানমন্ডি লেকহেড গ্রামার স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র আরাফাত ইসলাম। চাচার সঙ্গে বিপণিবিতানে এসে দারুণ খুশি ১০ বছর বয়সী কিশোর। নতুন জামা পাওয়ার আনন্দ ছাপিয়ে আরাফাতের মনের ভেতরে এখন আরও বড় আনন্দ অপেক্ষা করছে। ৬ সেপ্টেম্বর আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচের মেসিদের হাত ধরে মাঠে ঢোকার সুযোগ পাওয়া ‘মাসকটের’ একজন হতে পারে সেও।
আরাফাতের পাশে এই তালিকায় আছে আরামবাগ রয়েল একাডেমির প্রথম শ্রেণীর ছাত্র ইব্রাহিম আলিফ, পল্লীমা সংসদ একাডেমির নার্সারির ছাত্র ইসরাক হোসেন, জাতীয় দলের সাবেক ফুটবলার আরিফ খান জয়ের ছেলে খান জিনেদিন ইয়াজিদ জিদান, মেয়ে সাউদা খান জয়িতা, আরেক ফুটবলার মাসুদ রানার ছেলে নাফিস আহমেদ প্রমুখ। কাল বিকেলে বাফুফে ভবনে ইসরাক এসেছিল সাবেক ফুটবলার বাবা ইকবাল হোসেনের হাত ধরে। প্রিয় খেলোয়াড় মেসির হাত ধরেও সে এভাবেই ঢুকতে চায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে। সঙ্গে বোনাস হিসেবে নেওয়ার চেষ্টা করবে মেসির অটোগ্রাফ। খুশিতে গদগদ হয়ে ইসরাক বলছিল, ‘মেসির খেলা আমার খুবই ভালো লাগে। একটা অটোগ্রাফ নেব মেসির।’ মেসির খেলা ভালো লাগে আরাফাতেরও। এখন থেকেই দিন গোনা শুরু করে দিয়েছে আরাফাত। বলল, ‘আমার ঘুম হচ্ছে না।’ যদিও আরাফাতের প্রিয় খেলোয়াড় জার্মান মিডফিল্ডার মেসুত ওজিল। মাস্টার মাইন্ডের দ্বিতীয় শ্রেণীর ছাত্র আর্জেন্টিনা-ভক্ত জিদান বলল, ‘মেসিদের সঙ্গে মাঠে ঢোকার সুযোগ পেতে পারি, এটা ভাবতেই খুব ভালো লাগছে।’
মেসিদের হাত ধরে যেসব ছেলেমেয়েরা মাঠে ঢুকবে তাদের পরনে থাকবে সাদা জার্সি ও নীল শর্টস। ২২ জন মাসকটের মধ্যে ১৭ জনকে বাছাই করবে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান বেক্সিমকো। বাকি পাঁচজন থাকবে বাফুফের পছন্দের।

No comments

Powered by Blogger.