ন্যাটোকে সন্ত্রাসী সংগঠন বললেন রবার্ট মুগাবে

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে বলেছেন, আল-কায়েদার মতো একটি সন্ত্রাসী সংগঠন ন্যাটো। কারণ, সংগঠনটি লিবিয়ায় বোমা হামলা করছে।
তিনি বলেন, লিবিয়ায় ন্যাটোর হামলার লক্ষ্যবস্তু হচ্ছে দেশটির নেতা মুয়াম্মার গাদ্দাফি ও তাঁর পরিবারের সদস্যরা, যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী।
জিম্বাবুয়ের সংখ্যালঘু শ্বেতাঙ্গদের শাসনামলে নিহত ব্যক্তিদের স্মরণে এক অনুষ্ঠানে মুগাবে এসব কথা বলেন।
মুগাবে বলেন, ন্যাটোর বোমা হামলায় নিরপরাধ বেসামরিক মানুষ প্রাণ হারাচ্ছে। তিনি বলেন, ‘তারা (ন্যাটো) গাদ্দাফিকে হত্যা করতে চাচ্ছে। তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর সন্তানদের হত্যা করেছে। এটা ঠিক, তালেবান ও আল-কায়েদাও মানুষ হত্যা করছে। কিন্তু ন্যাটে লিবিয়ায় যা করছে, তাতে ওই দুটি সংগঠনের সঙ্গে তাদের পার্থক্য কোথায় থাকল? এ জন্য আমি ন্যাটোকেও সন্ত্রাসী সংগঠন বলব।’

No comments

Powered by Blogger.