মিসরের মন্ত্রিসভার সদস্যরা শপথ নিয়েছেন

মিসরের পুনর্গঠিত মন্ত্রিসভার সদস্যরা গতকাল বৃহস্পতিবার শপথ নিয়েছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘মিনা’ এ খবর জানিয়েছে।
পররাষ্ট্র ও অর্থসহ অর্ধেকের বেশি মন্ত্রণালয়ে পরিবর্তন আনা হয়েছে। অর্থমন্ত্রী এবং উপ-প্রধানমন্ত্রী হিসেবে হাজেম বেবলাওবির নাম ঘোষণা করা হয়েছে। তিনি সংস্কারবাদী হিসেবে পরিচিত।
তবে বিক্ষোভকারীদের দাবি অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রী ও বিচারমন্ত্রীকে অপসারণ করা হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী মানসুর আল এশায়ি ও বিচারমন্ত্রী আবদেল আজিজ আল-গিন্দি সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের ঘনিষ্ঠজন বলে পরিচিত।
দেশে রাজনৈতিক সংস্কার ও হোসনি মোবারকের বিচারের দাবিতে কায়রোর তাহরির স্কয়ারের বিক্ষোভের জের ধরেই মন্ত্রিসভা পুনর্গঠনে বাধ্য হন প্রধানমন্ত্রী এশাম শরাফ।

No comments

Powered by Blogger.