ছত্তিশগড়ে মাওবাদী হামলায় কংগ্রেসের চার কর্মী নিহত

ভারতের ছত্তিশগড়ে সন্দেহভাজন মাওবাদীদের হামলায় ক্ষমতাসীন কংগ্রেস দলের চারজন কর্মী নিহত ও পাঁচজন আহত হয়েছেন। গত বুধবার ছত্তিশগড়ে কংগ্রেসের একটি গাড়িবহরে হামলা চালালে হতাহতের এ ঘটনা ঘটে। পুলিশ এ তথ্য দিয়েছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ছত্তিশগড়ের মাওবাদবিরোধী অভিযানের প্রধান রামনিওয়াস এএফপিকে বলেন, রাজ্যের রাজধানী রায়পুর থেকে প্রায় ১৭৯ কিলোমিটার পুবদিকে বুধবার বিকেলে মাওবাদীরা এ হামলা চালায়। নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
বিবিসির খবরে বলা হয়েছে, মাওবাদী বিদ্রোহীরা বিস্ফোরণ ঘটিয়ে ছত্তিশগড়ের একটি সেতু উড়িয়ে দিয়েছে। কংগ্রেস নেতা-কর্মীদের গাড়িবহর ওই বিস্ফোরণের ক্ষয়ক্ষতি থেকে অল্পের জন্য রক্ষা পায়। পরে বিদ্রোহীরা দুটি গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি সভা শেষে ফেরার পথে রাজ্যের কংগ্রেসপ্রধান নন্দকুমার প্যাটেলের গাড়িবহরে এ হামলা হয়।

No comments

Powered by Blogger.