ফাইনালে নিষিদ্ধ প্যারাগুয়ে কোচ

উরুগুয়ের বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে ডাগ আউটে থাকতে পারবেন না প্যারাগুয়ের কোচ জেরার্ডো মার্টিনো। সেমিফাইনালে ভেনেজুয়েলার কোচ সিজার ফারিয়াস ও রেফারির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের জন্য তাঁকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশন। এ ছাড়া প্যারাগুয়ে ও ভেনেজুয়েলা—দুই দলকেই ১০ হাজার ডলার জরিমানা করা হয়েছে।
সেমিফাইনালে প্যারাগুয়ে ও ভেনেজুয়েলার মধ্যকার ম্যাচটি শেষ হওয়ার পর পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠেছিল। ম্যাচ শেষে হাতাহাতি শুরু করে দিয়েছিলেন দুই দলের খেলোয়াড়েরা। পরে নিরাপত্তাকর্মী ও পুলিশকে এসে পরিস্থিতি ঠান্ডা করতে হয়। শাস্তিস্বরূপ দুই দলকেই ১০ হাজার ডলার জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশন। প্যারাগুয়ের সহকারী কোচ জর্জ পাউটাসোকেও নিষিদ্ধ করা হয়েছে কোপা আমেরিকার ফাইনালের জন্য। ভবিষ্যতে এ ধরনের আচরণ করলে আরও কঠোর শাস্তির হুমকিও দেওয়া হয়েছে প্যারাগুয়ে ও ভেনেজুয়েলাকে।

No comments

Powered by Blogger.