আমরা প্রতিশ্রুতি রক্ষা করেছি

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আমরা পাহাড়, জঙ্গল, সিঙ্গুর জয় করেছি। নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম, ক্ষমতায় গেলে সিঙ্গুর, জঙ্গলমহল ও দার্জিলিং সমস্যার সমাধান করব। আমরা সেই প্রতিশ্রুতি রক্ষা করে যাচ্ছি।’
গতকাল বৃহস্পতিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক সমাবেশে মমতা এসব কথা বলেন। তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়। প্রবল বৃষ্টি উপেক্ষা এতে লাখো মানুষের সমাগম ঘটে।
সমাবেশে মমতা বলেন, ‘সিঙ্গুরের জমি এখন রাজ্য সরকারের হাতে। মামলা নিষ্পত্তির পর তা তুলে দেওয়া হবে অনিচ্ছুক কৃষকদের হাতে। দার্জিলিং-সমস্যার সমাধান হয়েছে। জঙ্গলমহলের সমস্যা সমাধানের জন্য আমরা পৌঁছে গেছি জঙ্গলমহলে।’
১৯৯৩ সালের ২১ জুলাই মমতার রাজ্য সচিবালয় ঘেরাও কর্মসূচি চলাকালে পুলিশের গুলিতে ১৩ জন যুব কংগ্রেসের কর্মী নিহত হন। ওই সময় রাজ্য যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন মমতা।
সেই ২১ জুলাইয়ের স্মরণে প্রতিবছর মমতা পালন করেন শহীদ দিবস। শহীদ দিবসের সঙ্গে এবার তিনি পালন করেছেন বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার বিজয় উৎসবও।
এবারের বিধানসভা নির্বাচনে বিপুল ব্যবধানে জয়ের পর মমতা ঘোষণা দিয়েছিলেন, ২১ জুলাই বিজয় উৎসব উদ্যাপন করা হবে। গতকালের বিজয় উৎসবের এ অনুষ্ঠানে তাঁর আমন্ত্রণে মঞ্চে হাজির হয়েছিলেন কলকাতার অনেক বিশিষ্ট ব্যক্তি। তাঁদের মধ্যে প্রখ্যাত সাহিত্যিক মহাশ্বেতা দেবী ছিলেন। মমতার উদ্যোগে এসব ব্যক্তিকে সংবর্ধনা দেওয়া হয়।

No comments

Powered by Blogger.