‘আমরা শান্তি রক্ষায় মোতায়েন রয়েছি’

পিপলস লিবারেশন আর্মির সদস্যরা এই কুচকাওয়াজের মাধ্যমে সারা বিশ্বের মানুষকে দেখিয়েছেন যে আমরা শান্তি রক্ষায় মোতায়েন রয়েছি।’ গতকাল বৃহস্পতিবার বিদেশি সাংবাদিকদের কাছে এ কথা বলেন চীনের উচ্চপর্যায়ের সেনা ইউনিট পিপলস লিবারেশন আর্মির জ্যেষ্ঠ কর্মকর্তা কর্নেল লিও শিজু।
চীনের সেনা ঘাঁটির খবরাখবর নেওয়া বিদেশি সাংবাদিকদের জন্য দুরূহ বিষয়। দেশটি বরাবরই তাদের সামরিক শক্তি সম্পর্কে রাখঢাক করে আসছে। এর মধ্যে গতকাল বিদেশি সাংবাদিকদের সামনে এই বিশেষ সেনাদলের কুচকাওয়াজ ও সহাস্যে শুভেচ্ছা বিনিময় একটি অবাক করার ঘটনা। বিশ্লেষকেরা অনেকে ভাবছেন, এটি চীনের সামরিক শক্তি সম্পর্কে জানান দেওয়ারই অংশ। কিন্তু চীনা কর্মকর্তারা তা বলেননি।
চীনের ভাষ্য, তাদের সামরিক শক্তি সম্পর্কে প্রতিবেশীদের স্বচ্ছতার অভাবের অভিযোগের কারণে এই আয়োজন।
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র গেং ইয়ানশেং ওই ঘাঁটিতে সংবাদমাধ্যমের কর্মীদের উদ্দেশে বলেন, ‘এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আপনারা পিপলস লিবারেশন আর্মির কাছাকাছি আসার সুযোগ পেয়েছেন। এর মধ্য দিয়ে এ বাহিনীর চিন্তাভাবনা জনগণ বুঝতে পারবে। এভাবেই স্বচ্ছতার দিকে আমরা এগোচ্ছি।’

No comments

Powered by Blogger.