মুম্বাইয়ের অলংকার ব্যবসায়ীরা উদ্বিগ্ন

মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় সেখানের রত্ন ও অলংকার ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করেছেন। অলংকারকর্মীরা অন্যত্র চলে যেতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার ব্যবসায়ীরা এই আশঙ্কা প্রকাশ করেন।
তিনটি বিস্ফোরণের দুটিই ঘটে মুম্বাইয়ের কেন্দ্রস্থলে জাভেরি বাজারে ও অপেরা হাউসের অদূরে। এ দুটি স্থানে হীরাসহ রত্নসামগ্রী, সোনা, রুপা ও অন্যান্য বহু মূল্যবান অলংকারের অনেক দোকান রয়েছে।
গত বছরের অক্টোবরে নগর কর্তৃপক্ষ বিশ্বে হীরার সবচেয়ে বড় বাণিজ্যিক কেন্দ্র বলে পরিচিত ভারত ডায়মন্ড বোর্সের (বিডিবি) উদ্বোধন করে। কিন্তু পাঁচ হাজার ব্যবসায়ীর মধ্যে মাত্র পাঁচ থেকে ছয় শতাংশ ব্যবসায়ী সেখানে তাঁদের ব্যবসা-প্রতিষ্ঠান সরিয়ে নিয়েছেন।

No comments

Powered by Blogger.