করাচিতে আবার সহিংসতা, নিহত ১২

পাকিস্তানের সিন্ধু প্রদেশের রাজধানী করাচিতে নতুন করে ছড়িয়ে পড়া সহিংসতায় গতকাল বৃহস্পতিবার আধাসামরিক বাহিনীর সদস্যসহ ১২ জন নিহত হয়েছে। ক্ষমতাসীন দলের প্রাদেশিক মন্ত্রী করাচির উর্দু ভাষাভাষী প্রভাবশালী রাজনৈতিক দলের নেতাদের সমালোচনার প্রতিবাদে এ সংঘর্ষ শুরু হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক ইসলামাবাদে সাংবাদিকদের বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে করাচিতে আধাসামরিক বাহিনীর অতিরিক্ত ৫০০ সদস্যকে মোতায়েন করা হয়েছে।
সিন্ধুর প্রাদেশিক মন্ত্রী ও প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) জ্যেষ্ঠ সদস্য জুলফিকার মির্জা ক্ষমতাসীন জোট সরকারের সাবেক শরিক দল মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) এবং এর নির্বাসিত নেতা আলতাফ হোসেনের কঠোর সমালোচনা করেন। তাঁর এ বক্তব্য স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোতে বারবার সম্প্রচার করা হয়।

No comments

Powered by Blogger.