কলকাতাসহ গোটা রাজ্যে সতর্কতা

মুম্বাইয়ে সিরিজ বোমা বিস্ফোরণের পর কলকাতাসহ রাজ্যের প্রতিটি বাস ও রেলস্টেশন এবং বিমানবন্দরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তাকর্মী।
শিয়ালদহ ও হাওড়া স্টেশনে দূরপাল্লার ট্রেনে ওঠার আগে যাত্রীদের পরীক্ষা করা হচ্ছে। ট্রেন ছাড়ার আগে পুলিশ ডগ স্কোয়াডের কুকুর দিয়ে ট্রেন পরীক্ষা করছে। এ ছাড়া রাজ্য সচিবালয় মহাকরণ, বিধানসভা ভবন ও নতুন সচিবালয়ে নিরাপত্তাব্যবস্থা বাড়ানো হয়েছে।
রাজ্যের হোটেলগুলোতে পর্যটকদের প্রয়োজনীয় পরিচয়পত্র ছাড়া প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বিদেশি পর্যটকদের ব্যাপারে সজাগ থাকতে হোটেল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া কলকাতা শহরে বাড়িভাড়া ও জমিজমা বিক্রয়সংক্রান্ত কাজ স্থানীয় থানায় অবহিত করতে বলা হয়েছে।
নিরাপত্তা বাড়ানো হয়েছে রাজ্যের ঐতিহাসিক স্থাপনা, সেতু, শপিংমল, সিনেমা হল, মিলনায়তন, ধর্মীয় স্থান, পাতালরেল, বিমানবন্দর, বাজারসহ জনবহুল এলাকায়। সীমান্তে জারি করা হয়েছে কঠোর সতর্কতা।

No comments

Powered by Blogger.