মালিঙ্গায় বিধ্বস্ত স্কটিশরা

অনেকবার খেলেও লাসিথ মালিঙ্গাকে বুঝতে হিমশিম খান প্রতিষ্ঠিত ব্যাটসম্যানদের অনেকে। স্কটিশরা তো খেলল প্রথমবার! যা হওয়ার হলো তাই-ই, মালিঙ্গার আগুনে (৫/৩৮) ছারখার স্কটল্যান্ড। আগের দিন আয়ারল্যান্ডের ৩২০ রান সহজেই টপকে গিয়েছিল স্কটল্যান্ড। পরশু ২৮৫ রান তাড়া করতে গিয়ে গুটিয়ে গেল ১০১ রানে। শেষ ম্যাচ ১৮৩ রানে জিতে এডিনবরার ত্রিদেশীয় সিরিজ জিতল শ্রীলঙ্কা।
ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচে মাত্র ৬ উইকেট পেয়েছিলেন মালিঙ্গা। পরশু ফিরলেন পরিচিত সেই বিধ্বংসী রূপে। ম্যাচ শেষে অসহায় শোনাল স্কটিশ অধিনায়ক গর্ডন ড্রামন্ডের কণ্ঠ, ‘দুর্ভাগ্যজনকভাবে আমাদের ওর সেরাটার মুখোমুখি হতে হয়েছে, এর কোনো উত্তর আমাদের জানা ছিল না। ওর বোলিংয়ের ধরনটাই অন্য রকম। জানতাম, ওকে খেলা কঠিন হবে। তবে জানা আর বাস্তবে কিছু করা আলাদা ব্যাপার।’
এর আগে মালিঙ্গার ব্যাটও ভুগিয়েছে স্কটিশদের। ১৫ বলে ৩২ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন। বোলিংয়ে প্রথম স্পেলেই আউট করেছেন প্রথম তিন ব্যাটসম্যানকে। দ্বিতীয় স্পেলে আরও দুটি নিয়ে ওয়ানডেতে ৫ উইকেট পেয়েছেন তৃতীয়বার।

No comments

Powered by Blogger.