মিয়ানমার যাচ্ছে ইইউর প্রতিনিধিদল

মিয়ানমারের নতুন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেশটি সফরে যাচ্ছে। ইইউর একজন জ্যেষ্ঠ কূটনীতিক গতকাল এ কথা জানান।
ইইউর এই কূটনীতিক বলেন, সফরের প্রথম লক্ষ্য হলো মিয়ানমারের নতুন কর্তৃপক্ষের মানসিকতা বোঝার জন্য তাদের সঙ্গে কথা বলা।
ইইউর অন্য একটি সূত্র জানায়, ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাস্টনের বিশেষ উপদেষ্টা রবার্ট কুপার ও ইইউর মিয়ানমারবিষয়ক বিশেষ দূত পিয়েরো ফাসিনো চলতি সপ্তাহে মিয়ানমার সফরে যাবেন।
মিয়ানমারের সামরিক জান্তা মার্চে বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে। ক্ষমতা হস্তান্তর ও গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির মুক্তি মিয়ানমারে ক্রমান্বয়ে সংস্কারের ব্যাপারে আশাবাদের সৃষ্টি করে।
এপ্রিলে ইউরোপের সরকারগুলো মিয়ানমারের ওপর বাণিজ্য ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা এক বছরের জন্য বৃদ্ধি করে। পরিবর্তনের গতিবৃদ্ধিতে উৎসাহ দিতে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর জন্য দরজা খোলা রাখা হয়।
চলতি সপ্তাহে জাতিসংঘের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, সংস্কারের পথে মিয়ানমারের সরকারকে উৎসাহিত করার জন্য জাতিসংঘের মহাসচিব বান কি মুন শিগগিরই মিয়ানমারের জন্য পূর্ণকালীন বিশেষ দূতের নাম ঘোষণা করবেন।

No comments

Powered by Blogger.