আবার অনশনে যাব: হাজারে

দুর্নীতি দমন-সংশ্লিষ্ট ‘লোকপাল বিল’ ইস্যুতে ভারত সরকার এবং সে দেশের সুশীল সমাজের সদস্যদের সমঝোতা ভেস্তে যাওয়ার পর সুশীল সমাজের নেতা আন্না হাজারে আবারও অনশনে যাবেন বলে ঘোষণা দিয়েছেন। গত বৃহস্পতিবার তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধে তিনি জীবন দিতে প্রস্তুত এবং আগামী ১৬ আগস্ট থেকে তিনি আমরণ অনশন শুরু করবেন। এই আন্দোলনে তিনি মরতেও প্রস্তুত বলে জানান।
আন্না হাজারে বলেন, সরকার তার প্রতিশ্রুতি থেকে সরে গেছে। অন্যদিকে, বিলটি প্রণয়নের জন্য গঠিত যৌথ খসড়া প্যানেলের সদস্য পদে থাকা তিনজন মন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ‘সরকারের সমান্তরাল’ কোনো কাঠামো মেনে নেওয়া হবে না।
ভারতের আইনমন্ত্রী এম বীরাপ্পা মৌলি বলেছেন, মন্ত্রিসভায় একই সঙ্গে দুটি খসড়া বিল পেশ করার প্রশ্নই ওঠে না। আগামী ২০ তারিখের বৈঠকে যদি প্যানেল সদস্যরা মতৈক্যে পৌঁছাতে না পারেন তাহলেও প্যানেলের বক্তব্য ও পর্যালোচনা মন্ত্রিসভায় পাঠিয়ে দেওয়া হবে।

No comments

Powered by Blogger.