রামদেবের শারীরিক অবস্থা উন্নতির দিকে

হাসপাতালে চিকিৎসাধীন ভারতের যোগগুরু রামদেবের (৪৬) শারীরিক অবস্থা উন্নতির দিকে। গতকাল শনিবার চিকিৎসকেরা এ কথা জানিয়েছেন।
দুর্নীতির বিরুদ্ধে চালিয়ে যাওয়া অনশনের সপ্তম দিনে গত শুক্রবার রামদেবের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে উত্তরাখণ্ড রাজ্যের দেরাদুনে হিমালয়ান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে ভর্তি করা হয়। তাঁকে স্যালাইন ও গ্লুকোজ দেওয়া হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
রামদেবের চিকিৎসায় নিয়োজিত মেডিকেল দলের সদস্য দীপক গোয়েল বলেন, শুক্রবার রাতে রামদেবের রক্তচাপ ও নাড়ির স্পন্দন কমে যায়। তবে সেটা নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন তাঁর অবস্থা স্থিতিশীল। তিনি বলেন, বাবা রামদেব দুর্বল হয়ে পড়েছিলেন। বসতে ও কথা বলতেও তাঁর কষ্ট হচ্ছে।
হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট এস এল জেঠানি জানান, রামদেবের যকৃৎ ও কিডনি স্বাভাবিকভাবে কাজ করছে।
শুক্রবার হাসপাতালে ভর্তির পর তাৎক্ষণিকভাবে রামদেবকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যে মধ্য প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী নরোত্তম মিশ্র রামদেবকে দেখতে হাসপাতালে গিয়েছেন। তিনি জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের পক্ষে তিনি রামদেবকে দেখতে যান।

No comments

Powered by Blogger.