ভারতের রাষ্ট্রপতি নিজ সম্পদের পরিমাণ ঘোষণা করবেন

ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাতিল শিগগিরই তাঁর সহায়সম্পদের পরিমাণ ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছেন। আইনি কোনো বাধ্যবাধকতা না থাকলেও এই প্রথমবারের মতো দেশটির কোনো রাষ্ট্রপতি প্রকাশ্যে নিজ সম্পদ ঘোষণা করতে যাচ্ছেন।
রাষ্ট্রপতি ভবনের মুখপাত্র অর্চনা দত্ত গতকাল শনিবার বলেন, ‘ভারতের রাষ্ট্রপতিকে কোনো সরকারি কর্তৃপক্ষের কাছে নিজ সম্পদের পরিমাণ ঘোষণা করতে হয় না। তবু রাষ্ট্রপতি পাতিল তা ঘোষণা করবেন।’
তবে রাষ্ট্রপতির পরিবারের সদস্যরাও সম্পদের পরিমাণ ঘোষণা করবেন কি না, এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানান মুখপাত্র। এ ব্যাপারে তিনি বলেন, তিনি শুধু রাষ্ট্রপতির পক্ষে কথা বলার জন্য দায়িত্বপ্রাপ্ত।
কখন সম্পদের পরিমাণ ঘোষণা করা হবে—জানতে চাইলে মুখপাত্র অর্চনা বলেন, ‘শিগগিরই।’

No comments

Powered by Blogger.