সাঁইবাবার বৈঠকখানায় সাড়ে ১১ কোটি রুপি ও ৯৮ কেজি স্বর্ণ

ভারতের প্রয়াত আধ্যাত্মিক গুরু সাঁইবাবার ব্যক্তিগত বৈঠকখানায় নগদ ১১ কোটি ৫৬ লাখ রুপি, ৯৮ কেজি স্বর্ণ ও স্বর্ণালংকার এবং ৩০৭ কেজি রুপা পাওয়া গেছে। গত শুক্রবার শ্রীসত্য সাঁই সেন্ট্রাল ট্রাস্ট এ তথ্য জানায়।
এক বিবৃতিতে সাঁইবাবার ভ্রাতুষ্পুত্র ও ট্রাস্টের সদস্য আর জে রত্নাকর বলেন, গত বৃহস্পতিবার যজুর্বেদ মন্দিরে সাঁইবাবার ব্যক্তিগত বৈঠকখানার তালা খোলা হয়। এ সময় ট্রাস্টের সব সদস্য ও অবসরপ্রাপ্ত দুজন জ্যেষ্ঠ বিচারক উপস্থিত ছিলেন। ওই কক্ষের তালার চাবি স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার প্রশান্তি নিলয়াম শাখার একটি লকারে গচ্ছিত ছিল।
বিবৃতিতে আরও বলা হয়, এ তালা খোলার সময় উপস্থিত আয়কর বিভাগের একজন কর্মকর্তা স্বর্ণ ও রুপার মূল্য নির্ধারণ করেন। প্রাপ্ত নগদ অর্থ স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় জমা দেওয়া হবে। স্বর্ণ ও রুপাও ব্যাংকে জমা রাখা হতে পারে।
ভারতের অন্ধ্র প্রদেশের অনন্তপুর জেলার পুত্তাপূর্তি শহরে নিজের আশ্রমে গত ২৮ মার্চ পরলোকগমন করেন সত্য সাঁইবাবা। প্রভাবশালী রাজনীতিকসহ ভারতের সর্বস্তরের মানুষের মধ্যে তাঁর বহু ভক্ত ছিল।

No comments

Powered by Blogger.